Friday 27 January 2012

লিখনরীতি চ্যাটমোড-এ / iকবিতা ( প্রথম সংস্করনের কথা )

চ্যাট করার অভিজ্ঞতাপ্রসূত এক বিশেষ লিখনরীতি  চ্যাটমোড  গদ্যে কিংবা কবিতায়  যেমন কবিতায়  কবিতা রচনাকালে পাঠক উপস্থিত থাকতে পারেন না  আবার রচিত কবিতা পঠনের সময় কবি থাকেন অনুপস্থিত  এখানে কবি কাব্যময় তথ্যাদি এমনভাবে উপস্থাপন করেন, যাতে কবিভাবনা ও পাঠভাবনার আলাপচারিতা চলতে থাকে  এ যেন হয় ভাবনার এক অনন্য ব্রাউজ  আবিস্কার হতে থাকে পরিচিত-অপরিচিত তথ্যের অনাবিস্কৃত সৌন্দর্য  পাঠকের কাছে তথ্যের সৌন্দর্যময় আলাপচারিতার সুযোগ আসে কখনো দাঁড়ি () আবারও কখনো বা তথ্যে তথ্যে দুরত্ব বা শুন্যতায় (space) এবং অবশ্যই শেষমেষ তথ্যের সাথে সৌন্দর্যভাবনার সম্পর্কায়নে  


  (পাতা নং ৪ / ২৩)

No comments:

Post a Comment