Friday 27 January 2012

অনতিদূরে বাঁক

উঠোনে রোদ্দুর । দুপুর । শাশুড়ি - ননদ বউ । জা । রোদপিঠ । রোদ্দুর ভাতের থালায় । ঘোমটায় । রোদ । হাতে কাঁচা লংকা । খাচ্ছে । কথা । খাচ্ছে । ভাত । অদূরেই খামার । অনতিদূরে । 


খামারে ধানের আটি । বোঝা । 
বাঁকে করে । কাঁধে । মাথায় কেউ কেউ । 


খামারে ধানের বোঝা । খামারে বাঁক । কাঁধ । খামারে । খামারে মাথা । 


শীত শীত দুপুর । রোদপিঠ । শাশুড়ি-ননদ জা । বউ । 
গপ্পো । আজগুবি । হাসি । পরচর্চা । 


অদূরেই উঠোন । শাশুড়ি-ননদ-বউ । অদূরেই । ঘোমটা । হাত । কাঁচালংকা । 
কথা  ভাতের থালা । অনতিদূরে বাঁক । কাঁধ । মাথা । চেনা চেনা শীত । চেনা  রোদ । 


রচনার তারিখ : ১৫ নভেম্বর ২০০৫ সময়: দুপুর ২টা  


   (পাতা নং ৬ / ২৩) 

No comments:

Post a Comment