Friday 27 January 2012

হাঁটতে হাঁটতে

কথা হচ্ছিল । ফোনে । কথা । হাঁটতে হাঁটতে । কথা । বিস্কুট খেতে খেতে । 
চুলকোতে চুলকোতে । কাঁধ । কথা হচ্ছিল । পুকুরপাড় ধরে পিচরাস্তা । 
পার হলাম । 
পেরোলাম । 
একটা খাল । চৌচির । 

কথা হচ্ছিল । কথা । শেষ হল । 
লাইন কাটতেই SMS । তিনটি । একসাথে । 
চিন থেকে ২ টি । ১টি । অসম থেকে । 
বাংলাদেশ থেকে ফোন । ঘরে ফিরতেই । 

তারপর চুপচাপ । রিংটন নেই । আলো । 
কাঁপুনি নেই । নে-ই । অন্তত ২ দিন । 
নেই । 

হঠাৎ মিসড কল । তারপর । ISD কল । রাত ২ টো । বাংলাদেশ থেকে । তারপর সকাল । প্রতিদিনকার হাঁটা । হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ড । অফিস । ট্রেকারে । বাসে । টেবিল । চেয়ারে হেলান । আমি । হঠাৎ ভাইব্রেশন । বুকে । বুকপকেটে । 

রচনার তারিখ : ১৫ মার্চ ২০০৬ সময়: রাত ৯ টা ১৬




 (পাতা নং ২১ / ২৩) 

No comments:

Post a Comment