Friday 27 January 2012

কবিতা । আমি । আমার কবিতা ।

বর্ণে বর্ণ ছোঁয়া , অক্ষরে অক্ষর  তারপর হয়তো শুন্যতা  আবার শব্দ  শব্দে শব্দে ছোঁয়াছুঁয়ি  শুন্যতার  সংযোগ  ...ছেদ  ...যতি  অক্ষরের নৈশব্দে সৌন্দর্যের সঞ্চালন  অসুন্দরের জাগরণচিহ্ন  আমার বর্ণে হারিয়ে যাওয়া , তারপর শুন্যতায়  কবিতায়   

কবিতা তো কবি রচিত ভাষা  শব্দে শব্দে ছড়িয়ে রাখা ইশারা  অনেকরকম  নানান রং-এর আলো  আলো মিশ্রিত অন্ধকার  অনেকরকম  কখনো কবিতা হয় আলো-আঁধারী খেলা । পাঠভাবনায় খেলতে থাকে আলো  অন্ধকার  একটু একটু করে হারিয়ে যাওয়া  কোন এক আনন্দে  জেগে ওঠা  হারিয়ে যাওয়ার ভেতর  

কবিতা কবির ভালোলাগা  কিংবা না ভালোলাগা  না ভালোলাগা প্রকাশ করার ভালোলাগা । কবিতা তো অনেক কিছুই  আবার কিছুই নয়  

কবিতা আসলে অনেক কিছুকে নিজের মতো করে ভাবা  নিজের মতো  যা পাঠ করলে অন্যের চিন্তনকেও স্পর্শ করে  ভাবায়  কবিতার মধ্য দিয়ে চ্যাট করে কবি ও পাঠক  কথা বলে  গল্প করে  অনুপস্থিত কবির উপস্থিতি টের পায় পাঠক  দূরের অনেক কিছুই কাছাকাছি আসে  কবিতা এমন কিছু  যা পড়ে ফেলার পর ফুরিয়ে যায় না  বরং চিন্তাচিন্তনে ছড়িয়ে পড়ে  অনেক দূর যায়  কবিতা লিখতে  পাথরে খোদাই করার জন্য চায় পাথর  গাছের শুকনো ছাল , পাতা আর পাতার রস বা কালি  কাগজ কলম চায়  চায় রং-তুলি-ক্যানভাস  কিংবা চায়, মোবাইলের কি-প্যাড অথবা কম্পিউটারের কি-বোর্ড মাউস  কিংবা লোকালয়ে শুধুই উচ্চারণ  শব্দের পর শব্দ  ...ছন্দ ... শুনতে শুনতে মনের ভেতর গেঁথে যাওয়া  হৃদয় জুড়ে অনুরণন  

কবিতা আসলে কবির দেওয়া তথ্য  তথ্য  যা কোনো না কোনো ইদ্রিয়কে ছুঁয়ে যায়  

কোলাকুলি করে  কবিতা আসলে কিছুই নয়  আবার অনেক কিছু  




(পাতা নং ১৯ / ২৩)

No comments:

Post a Comment