Friday 27 January 2012

আমার পাশে লেপ

জানালা খুলতেই আলো  ঠান্ডা হাওয়া  সাড়ে ছয় সকালের  সাদা আকাশ  ছাই রং-এর গাছ  তলায় রাস্তা  পাশে গোরু বাঁধা  দুটো  হেলে গোরু  পরপর জমি  

নাড়াগোছা  একটাই জমি  আলুচাষ । সামনে  ভিটের নীচে  

আলুজমি  সামনেই  ভিটের নীচে  জানালার নীচে  
কয়েকটা তালগাছ  কদমগাছ  
তার আগে  

তার আগে দেয়াল  তার আগে জানালা  জানালার তার  
তার আগে খাট  বিছানা  তার উপর  
তার উপর আমি  আমার পাশে লেপ  হাতঘড়ি  বালিশ  
একটাই রেডিও চলছে  

শুনছে  বাসি কান  নড়ছে  বাসিমুখ  এলোমেলো চুল  বাসি  দুটো চোখ  
বাসি  
বাসি দৃষ্টি  টাটকা আলো  টাটকা হাওয়া  বাসি জানালা বেয়ে  বাসি আকাশ  
সাতসকাল  সাতসকাল  টাটকা  

রচনার তারিখ: ৩ জানুয়ারি ২০০৬ সময়: সকাল ৬টা ৩৩ মি 








 (পাতা নং ১৭ / ২৩)

No comments:

Post a Comment