Friday, 27 January 2012

নতুন ফাঁক

ভাঁজকরা পেপার  দুটো পার্ট  একটা রবিবারের এক্সট্রা  খুলছি  আমি  পড়ছি  
আমি দেখছি  ভাঁজ করছি  কাশছি  ঢাঁই ঢাঁই  জোর ঠান্ডা লেগেছে  
ইলেকশনের কাজ  রাত জেগে  ঠান্ডায়  


গভীর রাত  ঠান্ডা  ছুটছে গাড়ি  মেঠো রাস্তা  
রাস্তায় ধেড়ে ইঁদুর  
সারা রাস্তা জুড়েই   ফাঁকা মাঠ  রাস্তা  ফাঁকা  
পরিপূর্ণ শুন্যতায়  চারিদিক  সব  


নানান রকম মোড়  রাস্তা  নানান রকম  
নানান রকম প্রাণ  প্রাণী  
নানান রকম  
নানান রকম রাতজাগা  নানান রকম রাত  ফিরলাম  রাতে  


রাত  নতুন দিন শুরু হবে  একটু পরেই  টিউবলাইটের আলোয়  নতুন ভাবে রাত  নতুন ভোর  ফাঁকা হবে  নতুনভাবে ফাঁকা  নতুন  ফাঁক  নতুন  নতুন শুন্যতা  পেপারের নতুন ভাঁজ  অক্ষর  শব্দ  খবর  পুরানো সব  নতুনে  


রচনার তারিখ : ৮ জানুয়ারি ২০০৬   রাত ১১ টা ৩০ মি  








(পাতা নং ১৮ / ২৩)

No comments:

Post a Comment