iকবিতা / সৌমিত্র রায় -এর কবিতার বই
Friday, 27 January 2012
শেষ পাতা
। সৌমিত্র রায়-এর অন্যান্য বই -
বিষয় প্রকাশকাল
হিজিবিজি কবিতা ২০০৫
চ্যাটমোড কবিতা ২০০৫
চ্যাট চ্যাট সাহিত্য ২০০৮
এসো/এস-এম-এস-এ এস-এম-এস সাহিত্য ২০০৯
ই-কবিতা কবিতা ২০০৯
সম্পাদিত পত্রিকা -
দূরসংকেত (DX-ing এবং ইথারচর্চা )
তথ্যসাহিত্য / infolit ( সাহিত্য )
i সাহিত্য (সাহিত্য)
(পাতা নং ২৩ / ২৩)
মশারির বাইরে
ঘুম। হঠাৎ ভাঙলো। ৩টা ৪৬ । রাত। বসেছি । খাটের উপর।এলোমেলো। খাট।
এলোমেলো । আমি । কিছুটা গোছানো ।
শ্বাসপ্রশ্বাস । গোছানো । আমার । মেয়ের । স্ত্রীর ।
নাইট বাল্ব । জ্বলছে । টিউব লাইট । জ্বলছে ।
বালিশ । তারপাশে কন্ডোমের প্যাকেট । ছেঁড়া ।
কিছুই বলছে না ।
বলছে না । কিছুই । টেবিলে জলের মগ ।
শরীর বলছে । আরো একটু । অন্তত একবার । আরো ।
আরো কিছুক্ষণ ।
বাইরে পাখিরাও জাগলো । নানানভাবে ডাকছে । কথা । নানানভাবে । ভালো
লাগছে । ভালো লাগছে না । মশা । আমি এখন । মশারির বাইরে । লিখছি ।
এলোমেলো । কিছুটা গোছানো ।
লিখছি । কানে বাজছে । উড়োজাহাজ । মুরগির ডাক ।
সবথেকে বেশি । চোখ । নিভানো লন্ঠনে । তাকিয়ে আছে ।
অন্যকিছু বলছে । বলছে ।
কিন্তু বোঝা যাচ্ছে না ।
এলোমেলো । আমি । কিছুটা গোছানো ।
শ্বাসপ্রশ্বাস । গোছানো । আমার । মেয়ের । স্ত্রীর ।
নাইট বাল্ব । জ্বলছে । টিউব লাইট । জ্বলছে ।
বালিশ । তারপাশে কন্ডোমের প্যাকেট । ছেঁড়া ।
কিছুই বলছে না ।
বলছে না । কিছুই । টেবিলে জলের মগ ।
শরীর বলছে । আরো একটু । অন্তত একবার । আরো ।
আরো কিছুক্ষণ ।
বাইরে পাখিরাও জাগলো । নানানভাবে ডাকছে । কথা । নানানভাবে । ভালো
লাগছে । ভালো লাগছে না । মশা । আমি এখন । মশারির বাইরে । লিখছি ।
এলোমেলো । কিছুটা গোছানো ।
লিখছি । কানে বাজছে । উড়োজাহাজ । মুরগির ডাক ।
সবথেকে বেশি । চোখ । নিভানো লন্ঠনে । তাকিয়ে আছে ।
অন্যকিছু বলছে । বলছে ।
কিন্তু বোঝা যাচ্ছে না ।
রচনার তারিখ : ১৬ মার্চ ২০০৬ সময়: রাত ৩ টা ৪৬
(পাতা নং ২২ / ২৩)
(পাতা নং ২২ / ২৩)
। । শান্তি । ।
হাঁটতে হাঁটতে
কথা হচ্ছিল । ফোনে । কথা । হাঁটতে হাঁটতে । কথা । বিস্কুট খেতে খেতে ।
চুলকোতে চুলকোতে । কাঁধ । কথা হচ্ছিল । পুকুরপাড় ধরে পিচরাস্তা ।
পার হলাম ।
পেরোলাম ।
একটা খাল । চৌচির ।
কথা হচ্ছিল । কথা । শেষ হল ।
লাইন কাটতেই SMS । তিনটি । একসাথে ।
চিন থেকে ২ টি । ১টি । অসম থেকে ।
বাংলাদেশ থেকে ফোন । ঘরে ফিরতেই ।
তারপর চুপচাপ । রিংটন নেই । আলো ।
কাঁপুনি নেই । নে-ই । অন্তত ২ দিন ।
নেই ।
হঠাৎ মিসড কল । তারপর । ISD কল । রাত ২ টো । বাংলাদেশ থেকে । তারপর সকাল । প্রতিদিনকার হাঁটা । হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ড । অফিস । ট্রেকারে । বাসে । টেবিল । চেয়ারে হেলান । আমি । হঠাৎ ভাইব্রেশন । বুকে । বুকপকেটে ।
রচনার তারিখ : ১৫ মার্চ ২০০৬ সময়: রাত ৯ টা ১৬
(পাতা নং ২১ / ২৩)
(পাতা নং ২১ / ২৩)
নড়ছে সুতো
ছুঁচের পোঁদে সুতো । কাঁথা । সেলাই হচ্ছে । ব্রাত্য জীবন । এফোঁড় ওফোঁড় । জীবন । নতুন হচ্ছে । জানালা খোলা । হাওয়া । চাঁদ । তালগাছের ফাঁকে ।
তালগাছের ফাঁকে । ইদুর ।
তালগাছের ফাঁকে আলো । রাত । তালগাছের ফাঁকে ।
তালগাছের ফাঁকে সিঁড়ি । ফাঁক। ওঠানামা ।
দেখা । ভাবা । শোনা । নড়ছে পাতা । শুকনো ।
নড়ছে সুতো । হাওয়ায় ।
নড়ছে আঙুল । নড়ছে চোখ । হাত । নড়ছে না ।
মাথা । নড়ছে না ।
কাল দোলপূর্ণিমা । কাল ঘেঁটুপুজোও । কাল চালকলাই ভাজা । রং ।
কাল । ভোটের জন্য ছুটি বাতিল । কাল । সকাল । আজ রাত । সিঁড়ি । ফাঁকা।
রচনার তারিখ : ১৪ মার্চ ২০০৬ সময়: সকাল ৯ টা ৫৪ মি
(পাতা নং ২০ / ২৩)
(পাতা নং ২০ / ২৩)
কবিতা । আমি । আমার কবিতা ।
বর্ণে বর্ণ ছোঁয়া , অক্ষরে অক্ষর । তারপর হয়তো শুন্যতা । আবার শব্দ । শব্দে শব্দে ছোঁয়াছুঁয়ি । শুন্যতার সংযোগ । ...ছেদ । ...যতি । অক্ষরের নৈশব্দে সৌন্দর্যের সঞ্চালন । অসুন্দরের জাগরণচিহ্ন । আমার বর্ণে হারিয়ে যাওয়া , তারপর শুন্যতায় । কবিতায় ।
কবিতা তো কবি রচিত ভাষা । শব্দে শব্দে ছড়িয়ে রাখা ইশারা । অনেকরকম । নানান রং-এর আলো । আলো মিশ্রিত অন্ধকার । অনেকরকম । কখনো কবিতা হয় আলো-আঁধারী খেলা । পাঠভাবনায় খেলতে থাকে আলো । অন্ধকার । একটু একটু করে হারিয়ে যাওয়া । কোন এক আনন্দে । জেগে ওঠা । হারিয়ে যাওয়ার ভেতর ।
কবিতা কবির ভালোলাগা । কিংবা না ভালোলাগা । না ভালোলাগা প্রকাশ করার ভালোলাগা । কবিতা তো অনেক কিছুই । আবার কিছুই নয় ।
কবিতা আসলে অনেক কিছুকে নিজের মতো করে ভাবা । নিজের মতো । যা পাঠ করলে অন্যের চিন্তনকেও স্পর্শ করে । ভাবায় । কবিতার মধ্য দিয়ে চ্যাট করে কবি ও পাঠক । কথা বলে । গল্প করে । অনুপস্থিত কবির উপস্থিতি টের পায় পাঠক । দূরের অনেক কিছুই কাছাকাছি আসে । কবিতা এমন কিছু । যা পড়ে ফেলার পর ফুরিয়ে যায় না । বরং চিন্তাচিন্তনে ছড়িয়ে পড়ে । অনেক দূর যায় । কবিতা লিখতে । পাথরে খোদাই করার জন্য চায় পাথর । গাছের শুকনো ছাল , পাতা আর পাতার রস বা কালি । কাগজ কলম চায় । চায় রং-তুলি-ক্যানভাস । কিংবা চায়, মোবাইলের কি-প্যাড অথবা কম্পিউটারের কি-বোর্ড মাউস । কিংবা লোকালয়ে শুধুই উচ্চারণ । শব্দের পর শব্দ । ...ছন্দ ...। শুনতে শুনতে মনের ভেতর গেঁথে যাওয়া । হৃদয় জুড়ে অনুরণন ।
কবিতা আসলে কবির দেওয়া তথ্য । তথ্য । যা কোনো না কোনো ইদ্রিয়কে ছুঁয়ে যায় ।
কোলাকুলি করে । কবিতা আসলে কিছুই নয় । আবার অনেক কিছু ।
(পাতা নং ১৯ / ২৩)
নতুন ফাঁক
ভাঁজকরা পেপার । দুটো পার্ট । একটা রবিবারের এক্সট্রা । খুলছি । আমি । পড়ছি ।
আমি দেখছি । ভাঁজ করছি । কাশছি । ঢাঁই ঢাঁই । জোর ঠান্ডা লেগেছে ।
ইলেকশনের কাজ । রাত জেগে । ঠান্ডায় ।
গভীর রাত । ঠান্ডা । ছুটছে গাড়ি । মেঠো রাস্তা ।
রাস্তায় ধেড়ে ইঁদুর ।
সারা রাস্তা জুড়েই । ফাঁকা মাঠ । রাস্তা । ফাঁকা ।
পরিপূর্ণ শুন্যতায় । চারিদিক । সব ।
নানান রকম মোড় । রাস্তা । নানান রকম ।
নানান রকম প্রাণ । প্রাণী ।
নানান রকম ।
নানান রকম রাতজাগা । নানান রকম রাত । ফিরলাম । রাতে ।
রাত । নতুন দিন শুরু হবে । একটু পরেই । টিউবলাইটের আলোয় । নতুন ভাবে রাত । নতুন ভোর । ফাঁকা হবে । নতুনভাবে ফাঁকা । নতুন । ফাঁক । নতুন । নতুন শুন্যতা । পেপারের নতুন ভাঁজ । অক্ষর । শব্দ । খবর । পুরানো সব । নতুনে ।
রচনার তারিখ : ৮ জানুয়ারি ২০০৬ রাত ১১ টা ৩০ মি
(পাতা নং ১৮ / ২৩)
আমি দেখছি । ভাঁজ করছি । কাশছি । ঢাঁই ঢাঁই । জোর ঠান্ডা লেগেছে ।
ইলেকশনের কাজ । রাত জেগে । ঠান্ডায় ।
গভীর রাত । ঠান্ডা । ছুটছে গাড়ি । মেঠো রাস্তা ।
রাস্তায় ধেড়ে ইঁদুর ।
সারা রাস্তা জুড়েই । ফাঁকা মাঠ । রাস্তা । ফাঁকা ।
পরিপূর্ণ শুন্যতায় । চারিদিক । সব ।
নানান রকম মোড় । রাস্তা । নানান রকম ।
নানান রকম প্রাণ । প্রাণী ।
নানান রকম ।
নানান রকম রাতজাগা । নানান রকম রাত । ফিরলাম । রাতে ।
রাত । নতুন দিন শুরু হবে । একটু পরেই । টিউবলাইটের আলোয় । নতুন ভাবে রাত । নতুন ভোর । ফাঁকা হবে । নতুনভাবে ফাঁকা । নতুন । ফাঁক । নতুন । নতুন শুন্যতা । পেপারের নতুন ভাঁজ । অক্ষর । শব্দ । খবর । পুরানো সব । নতুনে ।
রচনার তারিখ : ৮ জানুয়ারি ২০০৬ রাত ১১ টা ৩০ মি
(পাতা নং ১৮ / ২৩)
Subscribe to:
Posts (Atom)